চট্টগ্রামে ভোটের নিরাপত্তায় ২২ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে এবার ৭১৯ ভোটকেন্দ্রে ২২ হাজার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 April 2015, 03:08 PM
Updated : 26 April 2015, 03:08 PM

সোমবার সকাল থেকে প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পৌঁছাবেন বলে জানান কর্মকর্তারা।

আগামী মঙ্গলবার ঢাকার দুই সিটির সঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (অপরাধ ও অভিযান) বনজ কুমার মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৭১৯টি কেন্দ্রের মধ্যে ১২টি মেট্রোপলিটন এলাকার বাইরে।

মেট্রোপলিটন এলাকার ৭০৭টির মধ্যে ৫৯১ টি কেন্দ্রকে ‘গুরুত্বপূর্ণ’ ও বাকী কেন্দ্রগুলোকে সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।

তিনি বলেন, সিটি নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ভোটরারা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন সেজন্য সব ধরনের প্রস্তুতি পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে।  

এজন্য নগরীতে বিজিবি ও র‌্যাবের বাইরে মোট ২০ হাজার ৩৬২ জন পুলিশ, এবিপিএন ও আনসার সদস্য নিয়োজিত থাকবেন বলে জানান পুলিশ কর্মকর্তা বনজ।

সিএমপি থেকে পাওয়া তথ্য অনুযায়ী, আইনশৃঙ্খলা বাহিনীর এসব সদস্যের মধ্যে আট হাজার ২০৭ জন পুলিশ ও ১২ হাজার ১৬৪ জন আনসার সদস্য থাকবেন। 

আট হাজার ২০৭ জন পুলিশ সদস্যদের মধ্যে পাঁচ হাজার ৪৫১ জন বিভিন্ন জেলা থেকে এসেছে। সিএমপি থেকে থাকবে বাকি দুই হাজার ৭৫৬ জন পুলিশ।

এছাড়া ৩০০ জন এবিপিএন সদস্যও ভোটের দিন নিরাপত্তার দায়িত্বে থাকবে। আনসার-ভিডিপি থাকবে আট হাজার ৪৮৪ জন।

প্রতিটি কেন্দ্রে মোট ২২ জন করে পুলিশ ও আনসার সদস্য দায়িত্বে থাকবেন। এদের মধ্যে সাত জন পুলিশ, তিনজন আনসার ও একজন করে পিসি ও এপিসি নিয়োজিত থাকবে।

প্রতি দুই ওয়ার্ড মিলে পুলিশের একজন সহকারী অথবা অতিরিক্ত উপ-কমিশনার আইনশৃঙ্খলা বাহিনীর এসব সদস্যদের নেতৃত্ব দেবেন।

এছাড়া ইপিজেড ও পতেঙ্গা এলাকায় পুলিশের চারটি নৌটহল টিমও থাকবে বলে পুলিশ কর্মকর্তারা জানান।

এদিকে ভোট গণনার সময় এম এ আজিজ স্টেডিয়াম এলাকায় একজন উপ-কমিশনার ও একজন অতিরিক্ত উপ-কমিশনারের নেতৃত্বে ৩০০ জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে।  

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিএমপিতে দায়িত্বরত কোনো পুলিশ সদস্যকে এবার ভোটকেন্দ্রের দায়িত্বে রাখা হয়নি।

তবে যাদের কয়েকজন আছেন তারা তাদের স্ব-স্ব থানার বাইরে দায়িত্ব বণ্টন করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

অতিরিক্ত উপ-কমিশনার (প্রশাসন) একেএম শহীদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নগরীর ৫০টি গুরুত্বপূর্ণ স্থানে প্রতিটি ২০ জন করে মোট ৫০টি পিকেট টিম (জায়গায় দাঁড়ানো) থাকবে।

এছাড়া প্রতি আট কেন্দ্রের জন্য পুলিশের একটি করে মোবাইল টিম থাকবে বলে জানান তিনি।

এদিকে নগরীতে এক হাজার র‌্যাব সদস্য মোতায়েন থাকবে বলে জানান র‌্যাব-৭ এর অধিনায়ক কর্ণেল মিফতা উদ্দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, প্রতিটি কেন্দ্রে দুইটি করে মোট ৮২টি মোবাইল টিম ভোটের দিন নগরীতে দায়িত্ব পালন করবে।

এসব প্রতিটি টিমে ২০ জন করে সদস্য খাকবে বলে জানান কর্ণেল মিফতা।

বিজিবি ২৮ ব্যাটলিয়নের অতিরিক্ত পরিচালক মেজর তানভীর মাহমুদ জানান, নির্বাচনে মোট ৩০ ব্যাটালিয়ন বিজিবি সদস্য মোতায়েন থাকবে।

এদের মধ্যে ২৭ প্লাটুন টহলে থাকবে এবং বাকি তিন প্লাটুন রিজার্ভ ফোর্স হিসেবে থাকবে।

ইতোমধ্যে বিজিবি সদস্যরা নগরীতে টহল শুরু করেছে এবং সকাল থেকে এম এ আজিজ স্টেডিয়াম এলাকায় একটি ক্যাম্প স্থাপন করা হয়েছে বলেও জানান মেজর তানভীর।