ফেনীতে যৌতুকের কারণে গৃহবধূকে হত্যার অভিযোগ

ফেনী সদরে যৌতুকের টাকা না পেয়ে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 April 2015, 01:03 PM
Updated : 26 April 2015, 01:03 PM

পুলিশ জানায়, শনিবারে রাতে জেলা শহরের উত্তর বিরিঞ্চি এলাকার খোন্দকার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত ছকিনা আক্তার বিউটি (২৫) শহরের উত্তর বিরিঞ্চি এলাকার খোন্দকার বাড়ির রবিউল হকের স্ত্রী। এ ঘটনার পর থেকে রবিউল পলাতক রয়েছেন।

নিহতের বাবা গিয়াস উদ্দিন বাহার জানান, রবিউল হকের সঙ্গে ছকিনা আক্তার বিউটির প্রেমের সম্পর্ক হওয়ার পর উভয় পরিবারের সম্মতিতে ২০১৪ সালের ২৮ ডিসেম্বর তাদের বিয়ে হয়।

তিনি অভিযোগ করেন, বিয়ের কয়েক মাস পর থেকে নানা অজুহাতে বিউটিকে যৌতুকের জন্য চাপ দেয় স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন। নিপীড়নের এক পর্যায়ে বিউটি এক লাখ টাকা এনে রবিউলকে দেয়। চাহিদা মতো যৌতুকের টাকা না পাওয়ায় দিন দিন নির্যাতনের মাত্র বেড়ে যায় বিউটির উপর।

শনিবার রাতে স্বামী ও তার স্বজনরা বিউটিকে শ্বাসরোধে হত্যা করে। পরে তারা বিউটি আত্মহত্যা করেছে জানিয়ে লাশ নিয়ে যাওয়ার জন্য ফোন দেয় বলে জানান তিনি।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীনুজ্জামান জানান, বিউটির বাবার কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করে। লাশের গলায় ফাঁসের দাগ ছিল।

তিনি বলেন, এটি হত্যা না আত্মহত্যা তা প্রাথমিকভাবে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদনের পরই নিশ্চিত করে বলা যাবে।

এ ব্যাপারে গিয়াস উদ্দিন বাহার বাদী হয়ে রবিউলকে আসামি করে একটি মামলা করেছেন বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।