স্টিমারের টিকেট অনলাইনে

আগামী ১ মে থেকে অনলাইনে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) স্টিমার ও জাহাজের টিকেট নিতে পারবেন যাত্রীরা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 April 2015, 11:15 AM
Updated : 26 April 2015, 05:00 PM

অনলাইনে সেবাদাতা প্রতিষ্ঠান সহজ ডটকমের (www.shohoz.com) কল সেন্টারের ১৬৩৭৪ নম্বরে ফোন করে বিআইডব্লিউটিসির ‘এমভি বাঙ্গালি’; ‘পিএস মাহমুদ’; ‘পিএস অস্ট্রিচ’; ‘পিএস লেপচা’; ‘এমভি টার্ন’ এবং ‘এমভি শেলা’ জাহাজের টিকেট কেনা যাবে। 

রোববার সচিবালয়ে বিআইডব্লিউটিসি ও সহজ লিমিটেডের মধ্যে এ সংক্রান্ত চুক্তি হয়েছে।

বিআইডব্লিউটিসির সচিব ফজলুল করিম ও সহজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মালিহা এম কাদির চুক্তিতে সই করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নৌমন্ত্রী শাজাহান খান জানান, এসব স্টিমার ও জাহাজের ৭৪টি প্রথম ও দ্বিতীয় শ্রেণি কেবিন এবং তৃতীয় শ্রেণির সব টিকেট সহজ লিমিটেড অনলাইনে বিক্রি করবে।

তবে ভিআইপি ও অন্য কেবিনের টিকেট বিক্রির দায়িত্ব বিআইডব্লিউটিসির হাতে থাকছে।

মন্ত্রী বলেন, প্রথম ও দ্বিতীয় শ্রেণির কেবিনসহ সুলভ শ্রেণির টিকেট যাত্রার ৫ দিন আগে বিক্রি করা হবে। সহজ লিমিটেড কেবিনের প্রতি টিকেটের বিপরীতে ২১ টাকা এবং হোম ডেলিভারির ক্ষেত্রে ৫০ টাকা সার্ভিস চার্জ নেবে।

এছাড়া তৃতীয় শ্রেণির প্রতি টিকেটের বিপরীতে প্রতিষ্ঠানটি ১০ টাকা করে সার্ভিস চার্জ নেবে।

এ ব্যবস্থা চালু হলে টিকেট সংগ্রহে যাত্রীদের হয়রানি দূর হওয়ার পাশাপাশি টিকেট কালোবাজারিও বন্ধ হবে বলে আশা প্রকাশ করেন শাজাহান খান।