ভোটের দিন ঢাকা-চট্টগ্রামে সাধারণ ছুটি

ভোটার এবং ভোট গ্রহণের সুবিধায় আগামী মঙ্গলবার ঢাকার দুই সিটি করপোরেশন (দক্ষিণ ও উত্তর) এবং চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 April 2015, 11:10 AM
Updated : 26 April 2015, 11:10 AM

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়েছে, নির্বাচন সংশ্লিষ্ট সিটি করপোরেশন এলাকাধীন সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা এই ছুটির আওতায় থাকবেন।

তবে ওই দিন এসব এলাকায় কোনো পাবলিক পরীক্ষা থাকলে পরীক্ষাকেন্দ্র এবং পরীক্ষা সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তারা ছুটির আওতার পড়বেন না বলে আদেশে বলা হয়েছে।

তিন সিটিতে ২৮ এপ্রিল ভোটের দিন রেখে গত ১৮ মার্চ তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।