দিনাজপুরে বাস দুর্ঘটনায় নিহত ১

দিনাজপুর সদরে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দেওয়ায় এক যাত্রী নিহত হয়েছেন, আহত হন অন্তত ৩০ জন।

দিনাজপর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 April 2015, 10:36 AM
Updated : 26 April 2015, 10:36 AM

নিহত সাবিনা আক্তারের (৪৫) বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

কোতোয়ালি থানার ওসি এসএম খালেকুজ্জামান জানান, রোববার বেলা ১১টার দিকে সদর উপজেলার জামতলী এলাকায় দিনাজপুর-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে অন্তত ১৪ জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এরা হলেন- সাইফুল ইসলাম (২৫), নুর নাহার সুমী (২২), সরিফুল ইসলাম (২২), তৃপ্তি রানী (২৩), ভবেন্দ্র নাথ (৩০), সাইফুল ইসলাম (২৭), হিমু অধিকারী (২), সবুর অধিকারী (২৮), শিরিন আকতার (২৩), হাবিবুর রহমান (১৮), নূর বানু (৩০), শরাফ আলী (২৭), জিয়াসমিন (২২), আনিসার রহমান (২৬)।

আহত বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন বলে হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো. মাসুদ জানিয়েছেন।

ওসি খালেকুজ্জামান বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকমকে বলেন, 'আদীর্বাদ' পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস রংপুর থেকে দিনাজপুর যাওয়ার পথে মহাসড়কের জামতলী এলাকায় বাসটির চাকা ফেটে যায়।

এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা দেয় বাসটি। এতে বাসে থাকা যাত্রীদের মধ্যে অন্তত ৩০ জন আহত হয়।

আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল হাসপাতালের নেওয়া হলে সাবিনা মারা যান বলে জানান এই পুলিশ কর্মকর্তা।