আশুলিয়ায় ব্যাংক ডাকাতি: আটক ২ জন রিমান্ডে

ঢাকার আশুলিয়ায় ব্যাংক ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে আটক দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 April 2015, 06:25 PM
Updated : 25 April 2015, 07:14 PM

রিমান্ডে নেওয়া বাবুল সরদার (৩২) ও মিন্টু প্রধানকে (২৮) বৃহস্পতিবার রাতে টঙ্গীর সাতনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

শনিবার ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে শুনানি শেষে বিচারক কাজী শহিদুল ইসলাম তাদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালত পুলিশের প্রসিকিউশন বিভাগের পরিদর্শক মো. আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় করা মামলার তদন্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা আটক দুজনকে আদালতে হাজির করে ১০ দিনের হেফাজত চান।

প্রসিকিউশন পরিদর্শক জানান, এই দুই সন্দেহভাজন ডাকাতের পক্ষে আদালতে কোনো আইনজীবী দাঁড়াননি।

গত ২১ এপ্রিল দিনে দুপুরে আশুলিয়ায় বাংলাদেশ কমার্স ব্যাংকে ডাকাতির ঘটনায় ব্যাংক ব্যবস্থাপকসহ ৮ জন নিহত হন। ডাকাতরা ছয় লাখ ৮৭ হাজার ১৯৩ টাকা নিয়ে পালিয়ে যায়। পরে ওই টাকা উদ্ধার হয়।

পালানোর সময় সাইফুল নামে সন্দেহভাজন এক ডাকাতকে জনগণ হাতেনাতে ধরে ফেলে। পরে পুলিশ বোরহান উদ্দিন নামে আরেক সন্দেহভাজনকে গ্রেপ্তার করে।