রাজশাহীতে ‘চাঁদাবাজ’ যুবলীগনেতা অস্ত্রসহ গ্রেপ্তার

রাজশাহীর পুঠিয়ায় চাঁদাবাজির সময় অস্ত্রসহ যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 April 2015, 02:07 PM
Updated : 25 April 2015, 02:07 PM

গ্রেপ্তারকৃত রাহুল খান উপজেলার জিউপাড়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক।

পুঠিয়া থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান হাফিজ জানান, শনিবার দুপুরে উপজেলার সরিষাবাড়ি উচ্চ বিদ্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পরিদর্শক হাফিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরিষাবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফসার আলী সরদারের কাছে গিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করে পিস্তল দেখিয়ে প্রাণনাশের হুমকি দেন রাহুল। এ সময় বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক মোবাইল ফোনে বিষয়টি পুলিশকে জানান।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ রাহুলকে গ্রেপ্তার করে এবং তার শরীর তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন পায়।

এ ঘটনায় প্রধান শিক্ষক আফসার আলী সরদার বাদি হয়ে মামলা করেছেন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।