সাতক্ষীরায় ডাকাত-পুলিশ ‘বন্দুকযুদ্ধ’, গুলিবিদ্ধ ১

সাতক্ষীরার পাটকেলঘাটায় বাসে ডাকাতির চেষ্টার সময় ‘বন্দুকযুদ্ধের’ পর গুলিবিদ্ধ একজনতে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 April 2015, 01:48 PM
Updated : 25 April 2015, 01:48 PM

পাটকেলঘাটা থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, শুক্রবার গভীর রাতে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের কুমিরা কায়েমখোলায় এ ঘটনায় দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন।

গুলিবিদ্ধ শাহজাহান সরদার (৪২) পাটকেলঘাটা উপজেলার থানার ধানদিয়া গ্রামের গহর সরদারের ছেলে। তিনি একটি ডাকাতি মামলার চার্জশিটভুক্ত আসামি।

শাহজাহানের স্বজনদের দাবি, তাকে আটকের তিনদিন পর তার পায়ে গুলি করা হয়েছে।

ওসি মো. তরিকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত দেড়টার দিকে কুমিরা কায়েমখোলায় ডাকাতির খবর পেয়ে পুলিশের দুটি দল সেখানে পৌঁছাতেই ডাকাতরা তাদের লক্ষ্য করে ৭/৮ রাউন্ড গুলি ও হাতবোমা ছোড়ে।

“পুলিশও তাদের লক্ষ্য করে পাল্টা গুলি ছোড়ে। অন্তত আধঘণ্টা গোলাগুলির পর আহত শাহজাহানকে গ্রেপ্তার করা হয়।”

তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া কনস্টেবল আজিবর রহমান ও আবদুল মান্নানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শাহজাহানের শ্বশুর আবদুর রহমান ও মেয়ে তাসলিমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২২ এপ্রিল বিকাল ৪টায় ধানদিয়া অশোক মোড়ের চায়ের দোকান থেকে উপ-পরিদর্শক আবদুল মতিন তাকে গ্রেপ্তার করেন। পরদিন সকালে থানায় গিয়ে তারা শাহজাহানকে নাস্তা খাইয়ে আসেন। এরপর থেকে আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

পুলিশ তাকে ডাকাত বানিয়ে ডান পায়ে গুলি করেছে বলে অভিযোগ করেন তারা।