নেপালে ‘হেল্প ডেস্ক’ চালু করেছে বাংলাদেশ

ভূমিকম্পে নেপালে ব্যাপক প্রাণহানির প্রেক্ষাপটে দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য একটি ‘হেল্প ডেস্ক’ চালু করেছে বাংলাদেশ মিশন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 April 2015, 12:53 PM
Updated : 25 April 2015, 12:59 PM

ভূমিকম্পে বাংলাদেশি কোনো নাগরিক হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি বলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  ভূমিকম্পে পর্যটন এলাকা রাজধানী কাঠমাণ্ডু, থামেল ও পোহরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

“আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি। একটি হেল্প ডেস্ক চালু করেছি।”

যে কোনো প্রয়োজনে ওই হেল্প ডেস্কে যোগাযোগ করার জন্য  বাংলাদেশি নাগরিকদের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, বাংলাদেশিরা সাধারণত পর্যটক হিসেবে নেপাল ভ্রমণ করেন।

“প্রায় ১০০ বাংলাদেশি পরিবার এখানে বসবাস করছে। তারা সবাই নিরাপদ আছেন। কারো হতাহত হওয়ার খবর আমাদের কাছে আসেনি।”

যে কেউ প্রয়োজনে শামসের ফোন নম্বরে (+9779851039352)  যোগাযোগ করতে পারেন। এছাড়া দূতাবাসের দুই ফার্স্ট সেক্রেটারি- খান মো. মইনুল হোসেনকে (+9779808184014) এবং শামীমা চৌধুরীকে (+9779808765071) নম্বরে পাওয়া যাবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

শনিবার সকালে ৭ দশমিক ৯ মাত্রার এই ভূমিকম্পে নেপালে এখন পর্যন্ত ৭৫৮ জনের মৃত্যুর খবর জানা গেছে।

ভূমিকম্পে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের বিশাল এলাকাও কেঁপে উঠে। ভারতে ভবন ধসে অন্তত একজন এবং বাংলাদেশে ঘরচাপায় একজন ও ভূমিকম্পের সময় ঘর থেকে বেরোনোর সময় পড়ে গিয়ে একজনের মৃত্য হয়েছে।