পুত্রবধূকে গলাটিপে হত্যা

রংপুরের পীরগঞ্জ উপজেলায় অন্তঃসত্ত্বা পুত্রবধূকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে শাশুড়ির বিরুদ্ধে।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 April 2015, 12:31 PM
Updated : 25 April 2015, 12:31 PM

পীরগঞ্জ থানার ওসি ইসরাইল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার বেলা ৩টার দিকে টুকুরিয়া ইউনিয়নের গোপীনাথপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত মরফিয়া বেগম (২৪) গোপীনাথপুর গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী। তিনি চারমাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছে। সাইফুল রাজধানীর একটি পোশাক কারখানায় কাজ করেন।

ঘটনার পর থেকে শাশুড়ি রোকেয়া বেগম (৪৫) আত্মগোপন করেছেন বলে জানান ওসি।

সাইফুলের চাচী রেজিয়া খাতুন বলেন, “এক বছর আগে পোশাক শ্রমিক মরফিয়াকে ভালবেসে বিয়ে করে সাইফুল। রোকেয়া বিয়ে মেনে না নেওয়ায় মরফিয়া তার নানার বাড়ি দিনাজপুরের মতিহারায় থাকতেন। দুই মাস আগে সাইফুলের অনুরোধে পড়শিরা মরফিয়াকে বাড়ি নিয়ে আসে।

সাইফুলের অবর্তমানে মরফিয়ার সঙ্গে প্রায়ই তার শাশুড়ির ঝগড়া হত। মরফিয়াকে মারধরও করতেন তিনি। শনিবার ঝগড়ার এক পর্যায়ে মরফিয়ার গলা টিপে ধরলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

ওসি ইসরাইল বলেন, “মরফিয়ার গলায় ও শরীরে আঘাতে চিহ্ন রয়েছে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”