সারা দেশে ভূমিকম্প অনুভূত

রাজধানীসহ সারা দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 April 2015, 06:41 AM
Updated : 26 April 2015, 02:36 AM

শনিবার বেলা ১২টা ১১ মিনিট ২৭ সেকেন্ডে ঢাকায় ভূমিকম্প অনুভূত হয় বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।

নেপালের লামজুংয়ের ২৯ কিলোমিটার দক্ষিণ পূর্বে ৭ দশমিক ৯ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তি হয় বলে ইউএসজিএস জানিয়েছে।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ৭৪৫ কিলোমিটার উত্তরপশ্চিমে বলে আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক মাহমুদুল হক জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা তীব্র মাত্রার ভূমিকম্প। দেশের অধিকাংশ জায়গায় ভূমিকম্প অনুভূত হওয়ার খবর আমাদের কাছে এসেছে।”

ভূমিকম্পে আতঙ্কিত হয়ে অফিস ও বাসাবাড়ি থেকে লোকজন রাস্তায় নেমে আসে।

ইউএসজিএসের তথ্য অনুযায়ী প্রথম দফা শক্তিশালী ভূমিকম্পের পর এ এলাকায় আরো পাঁচটি পরাঘাত হয়।

প্রথম ভূমিকম্পের ২৬ মিনিট পর নেপালের কোড়ারির ২৮ কিলোমিটার দক্ষিণপশ্চিমে ৫ দশমিক ১ মাত্রার, তার ১৪ মিনিট পর লামজুংয়ের ৪৯ কিলোমিটার পূর্বে ৬ দশমিক ৬ মাত্রার, এর ১১ মিনিট পর নেপালের নাগরকোটের ২৫ কিলোমিটার উত্তরপশ্চিমে ৫ দশমিক ৫ মাত্রার, এর ১০ মিনিট পর নেপালের কোড়ারির ২৫ কিলোমিটার দক্ষিণে ৫ মাত্রার এবং এর চার মিনিটের মাথায় নেপালের পানাওতির ৫ কিলোমিটার দক্ষিণপূর্বে ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়।

ভূমিকম্পে নেপালের রাজধানী কাঠমাণ্ডুর বেশ কিছু ভবন ধসে পড়েছে বলে টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে।

নয়া দিল্লি ও পশ্চিমবঙ্গসহ উত্তর ভারতের বিভিন্ন এলাকায় ভূমিকম্প হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়।