খুলনায় ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

খুলনার ফুলতলায় মধ্যরাতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন, তার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অপরাধে সাতটি মামলা ছিল বলে পুলিশ জানিয়েছে।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 April 2015, 03:19 AM
Updated : 25 April 2015, 03:19 AM

নিহত সোহেল রানা (২৬)  যশোরের অভয়নগরের আব্দুল ওহাব ফকিরের ছেলে। তিনি যশোর জেলা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ছিলেন বলে  ফুলতলা থানার ওসি মো. ইলিয়াছ কবির জানান।

সোহেলের বিরুদ্ধে ফুলতলা ও অভয়নগর থানায় হত্যা, গাড়ি পোড়ানো, বোমাবাজি ও চাঁদাবাজির মোট সাতটি মামলা রয়েছে বলে জানান তিনি।

ওসি ইলিয়াছ বলেন, শুক্রবার রাত আড়াইটার দিকে ফুলতলা উপজেলার যুগ্মীপাশা গ্রামের তেলীরপুকুর পাড় নামক স্থানে ‘বন্দুকযুদ্ধে’ সোহেল নিহত হন।

“তার আগে রাত ৯টার দিকে পয়গ্রাম কসবা থেকে একটি আগ্নেয়াস্ত্রসহ সোহেলকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে অস্ত্রের মজুদের তথ্য দিয়েছিলেন।

“রাতে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য যুগ্নীপাশা তেলীপুকুরপাড়ে অভিযানে গেলে সোহেলের সহযোগীরা পুলিশের ওপর গুলি চালালে পুলিশও পাল্টা গুলি করে। এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলে সোহেলকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।”

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।

ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র, ১৪ রাউন্ড গুলি ও  পাঁচটি হাতবোমা উদ্ধার করা হয় বলে জানান তিনি।