আড্ডায় আয়োজনে ‘সেকাল’ মিলল ‘একালে’

প্রিয় ক্যাম্পাসকে ফিরে পেয়ে স্মৃতি রোমন্থন আর নানা আয়োজনে ‘অন্যরকম’ একটি দিন কাটিয়ে দিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থীরা। 

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2015, 06:09 PM
Updated : 24 April 2015, 09:44 PM

সহপাঠীদের পাশাপাশি ছোট-বড়দের পেয়ে এদিন কেউ কেউ মেতে উঠেছিলেন দীর্ঘ আড্ডায়।

শুক্রবার ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) অনুষ্ঠিত এই পুনর্মিলনী অনুষ্ঠানে ছিল বর্ণাঢ্য সব আয়োজন। তবে সব ছাপিয়ে স্মৃতিকথায় শ্রোতা সম্মোহনের দৃশ্য ছিল মনে রাখার মতো। 

দিনব্যাপী এই মিলনমেলাকে ঘিরে পুরো টিএসসি এলাকা মুখরিত হয়ে ওঠে নবীন-প্রবীণের পদচারণায়।

শিক্ষার্থীর পাশাপাশি উপস্থিত ছিলেন তাদের প্রিয় শিক্ষকরা। পরিচিত মুখগুলোকে কাছে পেয়ে তারাও ছিলেন বেশ পুলকিত।  

অনুষ্ঠানে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বললেন, পুনর্মিলনী অনুষ্ঠান বিভাগের নবীন-প্রবীণ শিক্ষার্থীরা একে অন্যের সাথে সেতুবন্ধন রচনা করে। শুধু তাই নয় প্রাক্তন শিক্ষার্থীরা দীর্ঘদিন পর প্রিয় বন্ধুদের কাছে পেয়ে ফিরে যান শিক্ষা জীবনের দিনগুলিতে।

শিক্ষকরাও তাদের শিক্ষার্থীদের কাছে পেয়ে তৃপ্ত হন বলে জানান তিনি।

মিলনমেলায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সুপার নিউমারি অধ্যাপক সাখাওয়াত আলী খান, অধ্যাপক গোলাম রহমান, অধ্যাপক শেখ আব্দুস সালাম, অ্যালামনাইয়ের সভাপতি আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস প্রমুখ।