ধ্বংস নয়, শান্তি চাই: সহস্র নাগরিক কমিটি

সিটি নির্বাচনকে সামনে রেখে শুভ্র বেলুন উড়িয়ে শান্তির পক্ষে শপথ করেছেন আওয়ামী লীগ সমর্থক বিভিন্ন পেশাজীবী নাগরিকরা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2015, 03:12 PM
Updated : 24 April 2015, 03:12 PM

সহস্র নাগরিক কমিটির উদ্যোগে শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘সন্ত্রাস-নৈরাজ্য রুখে দিয়ে নাগরিক নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠায় অঙ্গীকার’ ব্যানারে শপথ অনুষ্ঠান হয়।

নির্বাচনে সরকার দল সমর্থক প্রার্থীদের প্রচারণায় গঠিত এই নাগরিক কমিটির শপথ অনুষ্ঠানে দুই মেয়রপ্রার্থী আনিসুল হক ও সাঈদ খোকনের অংশ নেওয়ার কথা থাকলেও প্রচারণায় ব্যস্ততা থাকার কারণে তারা আসতে পারেননি।

শপথে অংশ নেন সহস্র নাগরিক কমিটির আহ্বায়ক সৈয়দ শামছুল হক, সদস্য সচিব গোলাম কুদ্দুছ, রামেন্দ্র মজুমদার, নাসির উদ্দিন ইউছুফ বাচ্চু, পান্না কায়সার, বিএসএমএমইউয়ের উপাচার্য কামরুল হাসান খান, সেক্টরস কমান্ডার্স ফোমের সভাপতি কে এম শফিউল্লাহ, ইসমত কাদির গামা, মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম, সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল, শিক্ষক নেতা আসাদুল হক, শাহজাহান আলম সাজু, চিকিৎসক নেতা ডা. জামাল উদ্দিন, সাঈদ খোকনের নির্বাচন সমন্বয়ক ড. আবদুর রাজ্জাকসহ শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতারা।

আবৃত্তি শিল্পী হাসান আরিফের ‘বন্দনা’ পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরুর পর ‘আমরা বাংলার বৌদ্ধ, বাংলার খ্রীস্টান, বাংলার মুসলিম’ পরিবেশন করেন গণসংগীত সমন্বয় পরিষদের শিল্পীরা।

এরপর বক্তব্যে আহ্বায়ক শামছুল হক বলেন, “আনিসুল হক ও সাঈদ খোকন জয়লাভ করবে। আপনারা তাদের জয়যুক্ত করলে ন্যায়-নিষ্ঠার প্রতীক হয়ে থাকবে ঢাকা।

“তাদের জয়ে ঢাকা মুক্তিযুদ্ধের আলোয় আলোকিত করতে পারলে পুরো দেশ থেকে জঙ্গিবাদ নিপাত হবে। আমরা ধ্বংস চাই না, শান্তি চাই।”

তিনি বলেন, তাদের জয়ী করে মূল চেতনাকে জয়যুক্ত করুন। এটা আমাদের প্রার্থনা-মুনাজাত।

এরপর তার নেতৃত্বে বেলুন উড়িয়ে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।