গাজীপুরে অটোরিকশা ছিনতাই, চালক খুন

গাজীপুর সিটি করপোরেশনের হাতিমারা উত্তরপাড়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2015, 02:33 PM
Updated : 24 April 2015, 02:33 PM

বৃহ্স্পতিবার রাতে এ ঘটনায় আহত হন জাহাঙ্গীর আলম (৩২)। শুক্রবার সকালে হাসপাতালে তার মৃত্যু হয়।

জাহাঙ্গীর রংপুরের কাউনিয়া উপজেলার হায়াগাছা গ্রামের ওমর আলীর ছেলে।

মৃত্যুর আগে দেওয়া জাহাঙ্গীরের বক্তব্যের বরাত দিয়ে চক্রবর্তী পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব মৌচাক এলাকায় থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় কোনবাড়ি এলাকা থেকে দুই ছিনতাইকারী যাত্রীবেশে গাজীপুরের হাতিমারা এলাকায় যাওয়ার কথা বলে তার অটোরিকশায় ওঠে।

রাত ৯টার দিকে হাতিমারা উত্তরপাড়া এলাকায় কাঠবাগানের নিরিবিলি এলাকায় পৌঁছলে পেছন থেকে ছিনতাইকারীরা জাহাঙ্গীরের পিঠে উপর্যুপরি ছুরিকাঘাত করে।

এতে তিনি মাটিতে লুটে পড়লে ছিনতাইকারীরা অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে জয়দেবপুর থানাধীন চক্রবর্তী ক্যাম্পের পুলিশ তাকে উদ্ধার করে গাজীপুর শহদী তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৯টার দিকে তার মৃত্যু হয় বলে জানান এসআই জাকির।

লাশ উদ্ধার ওই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে জয়দেবপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে জানান এসআই জাকির।