জনগণের রায় মেনে নেব: মনজুর

‘উৎসবমুখর’ পরিবেশে নির্বাচন হলে মেয়র পদে জনগণ যাকে রায় দেবে তাকেই মেনে নেবেন চট্টগ্রাম সিটি করপোরেশনে বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থী মনজুর আলম।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2015, 01:53 PM
Updated : 24 April 2015, 01:53 PM

শুক্রবার সকালে পাঠানটুলি ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক প্রয়াত আমীর হোসেনের পরিবারের সদস্যদের সাথে দেখা করে স্থানীয়দের এই কথা বলেন দল তিনি।

সদ্যবিদয়ী মেয়র মনজুর আলম বলেন, “উৎসবমুখর পরিবেশে হওয়া ভোটে জনগণ যাকে ভোট দিবে তাকেই মেনে নেব।”

এসময় উৎসবমুখর পরিবেশে ভোট নিশ্চিত করার জন্য সেনা টহলের ব্যবস্থা করতে নির্বাচন কমিশনের প্রতি দাবি জানান তিনি।

সরকার দলীয় নেতা ও প্রার্থীর প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, “গণমানুষের সাথে যাদের সম্পর্ক নেই তারাই আমার সমালোচনা করে। বিগত দিনে তারা গণমানুষের সাথে সম্পর্ক উন্নয়ন করতে পারে নাই বলেই আজকে নানা সমালোচনায় লিপ্ত।”

গত সাড়ে চার বছর তিনি নগরবাসীর বিভিন্ন কাজে ছিলেন বলে জনগণ তার সাথে রয়েছে বলেও দাবি করেন মনজুর।

সম্প্রতি সরকার দলীয় প্রার্থী আ জ ম নাছির উদ্দিনের জনসংযোগসহ বিভিন্ন অনুষ্ঠানে তিনি নিজে ও সাবেক বন ও পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ নান অভিযোগ করে মনজুর আলমের সমালোচনা করেন। 

বিকালে নগরীর লালখান বাজার, মতিঝর্ণা, বাঘঘোনা এলাকায় গণসংযোগ করেন মনজুর আলম।