নওগাঁয় পাউবোর বাঁধের গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা

নওগার রানীনগর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের বাঁধের শতাধিক গাছ কেটে নিয়েছে স্থানীয় প্রভাবশালীরা।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2015, 12:01 PM
Updated : 24 April 2015, 12:01 PM

নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বরাবর এ ব্যাপারে লিখিত অভিযোগ করেছেন বলে স্থানীয়রা জানান।

সিংসাড়া পশ্চিমপাড়া বিত্তহীন সমবায় সমিতির ইযারুল সরদার, শাহেদুর রহমান ও আব্দুর রাজ্জাক জানান, পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে অংশীদারিত্বের চুক্তিতে মিরাট ইউনিয়নে বাঁধের ৯ কিলোমিটার এলাকায় তাদের সমিতি  শিশু, মেহগনি, ইউক্যালিপটাস, আকাশমনিসহ বিভিন্ন প্রজাতির ১০ হাজার রোপন করে।

সম্প্রতি কয়েকদফা কালবৈশাখী ঝড়ে বেশকিছু গাছ ভেঙে পড়েছে।

তারা জানান, এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি গত ৫ দিন ধরে সমিতির রোপন করা প্রায় ৩ লাখ টাকা মূল্যের শতাধিক গাছ কেটে নিয়ে যায়।

সমিতির লোকজন তাদের বাধা দিলেও কোনো কাজ হয়নি।

এরপর বিষয়টি বৃহস্পতিবার নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের নিবাহী প্রকৌশলীর কাছে লিখিতভাবে জানানো হয়েছে বলে তারা জানান।

এ ব্যাপারে শুক্রবার বিকালে নওগাঁ পানি উন্নয়ন বোডের নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন জানান, গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ এখনও তার হাতে আসেনি।

অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।