ঠিকাদারের গাড়িচাপায় এলজিইডি কর্মচারী নিহত

পাবনা এলজিইডি কার্যালয় প্রাঙ্গণে এক ঠিকাদারের প্রাইভেটকারের চাপায় প্রতিষ্ঠানটির এক কর্মচারীর মৃত্যু হয়েছে।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2015, 10:41 AM
Updated : 24 April 2015, 10:41 AM

শুক্রবার দুপুরে এ ঘটনায় নিহত মনির হোসেন (৩৫) এলজিইডি কার্যালয়ের বাবুর্চি ছিলেন। তিনি পাবনা সদরের রামচন্দ্রপুর এলাকার সিরাজ সরদারের ছেলে।

পাবনা সদর থানার ওসি আহসানুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এলজিইডি কম্পাউন্ডের ভেতরে ঠিকাদার মিঠু মালিথা গাড়িটি চালিয়ে নেওয়ার সময় ওই গাড়ির ধাক্কায় মনির গুরুতর আহত হন।

পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান ওসি।

তবে এ ঘটনাকে আক্রোশমূলক হত্যা বলে অভিযোগ করেছেন পাবনার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের একাধিক কর্মকর্তা-কর্মচারী।

নাম প্রকাশে অনিচ্ছুক এসব কর্মকর্তা-কর্মচারী বলেন, ঠিকাদার মিঠু দীর্ঘদিন ধরে সম্পূর্ণ অবৈধভাবে তার নিজস্ব প্রাইভেটকারটি এলজিইডি কার্যালয়ের গেরেজে রাখতেন। ইতোপূর্বে বেশ কয়েকবার বিভাগের কর্মচারীদের সঙ্গে এ নিয়ে মিঠুর বাকবিতণ্ডাও হয়।

এরই জের ধরে আক্রোশমূলকভাবে তাকে গাড়িচাপা দিয়ে হত্যা করা হয় বলে দাবি করেন তারা।

এ ঘটনায় ঠিকাদার মিঠু মালিথার মোবাইল ফোনে বার বার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

এছাড়া ঠিকাদার মিঠুর গাড়ি কেন এলজিইডির গেরেজে রাখা হতো এ নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে কোনো সদুত্তর দিতে পারেননি বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদের।

এ ঘটনায় মিঠুর বিরুদ্ধে মামলা করা হবে কি না এ বিষয়েও তাৎক্ষণিকভাবে স্পষ্ট করে কোনো কিছুই বলেননি তিনি।