মাদ্রাসা ছাত্রের মাটিচাপা হাড়গোড় উদ্ধার

সাভারের আশুলিয়ায় নিখোঁজের ১৩ দিন পর এক মাদ্রাসা ছাত্রের মাটিচাপা দেওয়া হাড়গোড় উদ্ধার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2015, 09:33 AM
Updated : 24 April 2015, 09:33 AM

শুক্রবার দুপুরে আশুলিয়ার আড়াগাঁও এলাকায় মো. রাসেলের (১৪) হাড়গোড় পাওয়া যায়।

রাসেল আশুলিয়ার আড়াগাঁও দক্ষিণপাড়ার গার্মেন্ট শ্রমিক কবির হোসেনের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র ছিল।

এক প্রতিবেশী তাকে হত্যা করেছে বলে নিহতের স্বজন ও পুলিশ ধারণা করছে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে স্থানীয়রা একটি গর্ত থেকে পচা দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেয়।

পরে ৫ ফুট লম্বা ও ৩ফুট গভীর গর্তটি থেকে মাটিচাপা দেওয়া পচা লাশ ও হাড়গোড় উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, ছেলেটির পরনের গেঞ্জি ও প্যান্ট দেখে স্বজনরা লাশ সনাক্ত করেছে।

রাসেলের বাবা কবির হোসেন জানান, গত ১১ এপ্রিল বিকালে খেলা শেষে প্রতিবেশী জামিরের সঙ্গে তাদের বাসায় যায় রাসেল। এরপর থেকে সে নিখোঁজ ছিল।

অনেক খোঁজাখুজির একদিন পর আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন বলে জানান কবির হোসেন।

তার ধারণা প্রতিবেশী জামিরই ডেকে নিয়ে রাসেলকে হত্যা করে লাশ মাটিচাপা দিয়েছে।

এসআই রুহুল আমীন জানান, লাশ উদ্ধারের পর পুলিশ জামিরের বাড়িতে গিয়ে ঘরের তালা ভেঙে তল্লাশি করে মেঝেতে রক্তের দাগ পায়। এছাড়া ঘর থেকে রক্তমাখা একটি ছুরিও উদ্ধার করা হয়।

এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।