সীমান্তে দুই ভারতীয় আটক

চাঁপাইনবাবগঞ্জের ওয়াহেদপুর সীমান্তে দুই ভারতীয়কে আটক করা হয়েছে, যাদের গরু চোরাকারবারীকে বলে দাবি করছে বিজিবি।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2015, 09:22 AM
Updated : 24 April 2015, 09:22 AM

চাঁপাইনবাবগঞ্জ-৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু জাফর সেখ মোহাম্মদ বজলুল হক জানান, শুক্রবার ভোররাত সাড়ে ৩টার দিকে এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন- ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার আওরঙ্গবাদ থানার হাছানপুর গ্রামের লুৎফর হকের ছেলে আলাউদ্দিন শেখ (২৮) ও একই গ্রামের মুছা শেখের ছেলে রুবেল শেখ (২৯)।

তাদের কাছ থেকে দুটি গরু জব্দ করা হয় বলেও জানান আবু জাফর।

বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক বজলুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোররাতে বিজিবির ওয়াহেদপুর বিওপির একটি টহলদল সীমান্ত পিলার থেকে ৩০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে আলাউদ্দিন ও রুবেলকে আটক করে। পরে তাদের শিবগঞ্জ থানায় পুলিশের হাতে তুলে দেয়া হয়।

এ ঘটনায় শুক্রবার দুপুর পর্যন্ত বিজিবির সঙ্গে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী-বিএসএফের পক্ষ থেকে কোনো যোগাযোগ করা হয়নি বলেও জানিয়েছেন বিজিবির ওই কর্মকর্তা।