সরকারি গাছ কাটায় বাধা দিতে গিয়ে দুজন নিহত

বেনাপোলের সীমান্তবর্তী রঘুনাথপুর গ্রামে ঝড়ে উপড়ে পড়া সরকারি গাছ কাটতে যাওয়া তিন ভাইকে বাধা দিতে গিয়ে তাদের হামলায় দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো চার জন।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2015, 06:59 AM
Updated : 24 April 2015, 06:59 AM

এ ঘটনার পর বিক্ষুদ্ধ জনতা তিন ভাইয়ের বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে।

শুক্রবার সকালে দাবাড়ি মাঠ এলাকায় এ ঘটনা ঘটে বলে বেনাপোল বন্দর থানার ওসি অপূর্ব হাসান জানিয়েছেন।

নিহতরা হলেন- আব্দুল্লাহ (৪৮) ও সামছুর রহমান বুদো। এদের মধ্যে আব্দুল্লাহ স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।

আহতদের মধ্যে সুমন (২৩), আজগর আলী (৩৬) ও আব্দুল্লাহকে (৩৫) যশোর মেডিকেল কলেজ হাসপাতালে এবং হাফিজুর রহমানকে (৩৫) শার্শা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে।

এরা সবাই গাছ কাটার জন্য ব্যবহৃত কুড়াল ও দায়ের কোপে আহত হয়েছেন।

হামলাকারী তিন ভাই নাশির উদ্দিন নাশু, আলাউদ্দিন ও ফুলছোদ্দিন ঘটনার পর থেকেই পলাতক বলে পুলিশ জানিয়েছে।  

স্থানীয়দের বরাত দিয়ে ওসি অপূর্ব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার রাতের ঝড়ে ওই এলাকায় রঘুনাথপুর-সাদিপুর সড়কের ধারে লাগানো কয়েকটি বাবলা গাছ উপড়ে পড়ে। সকালে সেগুলো কাটতে যান আব্দুর রহমান মল্লিকের তিন ছেলে নাশু, আলাউদ্দিন ও ফুলছোদ্দিন।

সরকারি গাছ হওয়ায় আব্দুল্লাহ তাদের বাধা দিতে গেলে তাদের মধ্যে বাকবিতণ্ড হয়। এক পর্যায়ে তারা তিনভাই মিলে আব্দুল্লাহকে গাছ কাটার কুড়াল ও দা দিয়ে কুপিয়ে আহত করে।

এসময় সামছুরসহ পাঁচজন তিন ভাইকে থামাতে এলে তাদের উপরও হামলা চালিয়ে পালিয়ে যায় তারা।

এ ঘটনার পর বিক্ষুব্ধরা তিন ভাইয়ের বাড়িতে ব্যাপক ভাংচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয় বলে ওসি জানান।

তবে এতে কেউ আহত হয়নি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা অপূর্ব জানান।