শাহ আমানতে যাত্রীর অন্তর্বাস থেকে সোনার বার উদ্ধার

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর শরীর তল্লাশি করে চারটি সোনার বার পাওয়ার পর তাকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত বিভাগ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2015, 06:54 AM
Updated : 24 April 2015, 09:49 AM

আটক মোহাম্মদ শাহাবুদ্দিনের (৩১) বাড়ি চট্টগ্রামের হাটহাজারিতে।

শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক সৈয়দ মোকাদ্দেস হোসেন জানান, শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে শাহাবুদ্দিন শাহ আমানত বিমানবন্দরে আসেন।

“এ সময় সন্দেহজনক আচরণের জন্য আটক করে তল্লাশি চালালে তার অন্তর্বাসের ভেতর শরীরের সঙ্গে টেপ দিয়ে আটকানো অবস্থায় চারটি স্বর্ণবার পাওয়া যায়।”

উদ্ধার করা চারটি বারের ওজন ৪৬৬ গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য ২২ লাখ টাকা বলে শুল্ক গোয়েন্দা কর্মকর্তা  মোকাদ্দেস জানান।

এর আগে বৃহস্পতিবার তিন দফায় ফ্লাই দুবাই ও ওমান এয়ার লাইন্সের দুই যাত্রীর কাছ থেকে এবং বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ থেকে পরিত্যক্ত অবস্থায় ৬৩টি সোনার বার উদ্ধার করে শুল্ক গোয়েন্দারা।