ইসিতে তাবিথের নালিশ

খালেদা জিয়ার নির্বাচনী প্রচারে বাধা এবং বিভিন্ন স্থানে নিজের পোস্টার ছিড়ে ফেলার অভিযোগ নির্বাচন কমিশনে লিখিতভাবে দিয়েছেন মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2015, 01:52 PM
Updated : 21 April 2015, 01:52 PM

মঙ্গলবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদের কাছে ফ্যাক্সে লিখিত অভিযোগ পাঠান পাঠান ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপি সমর্থিত এই প্রার্থী।

তাবিথের পক্ষে প্রচারের সময় রোববার রাজধানীর উত্তরায় খালেদা জিয়া বাধার মুখে পড়ার পর সোমবার গণমাধ্যমে এই নিয়ে অভিযোগ করেছিলেন তিনি।

তখন সাংবাদিকদের প্রশ্নে ইসি সচিব মো. সিরাজুল ইসলাম বলেছিলেন, লিখিত অভিযোগ এলে কমিশন ব্যবস্থা নিতে পারে।

এর মধ্যে সোমবার কারওয়ান বাজারে খালেদার গাড়িবহরে হামলার পর তাবিথ এবার লিখিত অভিযোগ দিলেন। 

সিইসির একান্ত সচিব এ কে এম মাজহারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাবিথ আউয়াল স্বাক্ষরিত ফ্যাক্সবার্তাটি ইসি সচিবের কাছে পাঠানো হয়েছে।

তবে বিএনপি সমর্থিত এই প্রার্থীর অভিযোগের বিষয়ে মঙ্গলবার বিকাল পর্যন্ত ইসির কোনো বক্তব্য আসেনি।

অভিযোগের সঙ্গে খালেদার গাড়িবহরে হামলা নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ও ছবিও সংযুক্ত করে দিয়েছেন তাবিথ।

সেইসঙ্গে তিনি তার পোস্টার ছেঁড়া, মাইক ভাঙা এবং কর্মী-সমর্থকদের পুলিশি হয়রানির অভিযোগ করেছেন।

শেরে বাংলা নগর এলাকায় পোস্টার ছেঁড়া ও মাইক ভাঙ্গার জন্য আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হকের সমর্থকদের দায়ী করেছেন তাবিথ।

১১ নম্বর ওয়ার্ডে তার এক সমর্থককে পুলিশ কোনো কারণ ছাড়াই আটক করেছে বলেও দাবি করেন তিনি।