জাপানে ট্রেনের গতির নতুন রেকর্ড

জাপানের বিদ্যুতায়িত চৌম্বক ট্রেন দ্রুতগতিতে  চলার বিশ্ব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছে। ট্রেনটির সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় ৬০৩ কিলোমিটার বা (৩৭৪ মাইল)।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2015, 01:39 PM
Updated : 21 April 2015, 01:39 PM

পরীক্ষামূলকভাবে মাউন্ট ফুজির কাছে চালানো হয় ট্রেনটি। গত সপ্তাহে এ ট্রেনেরই আরেকটি পরীক্ষামূলক চালনায় গতি ছিল ঘণ্টায় ৫৯০ কিলোমিটার।

‘ম্যাগনেটিক লেভিটেশন’ বা ‘ম্যাগলেভ’ প্রযুক্তিতে বিদ্যুতায়িত চুম্বকের সাহায্যে ট্রেনটি চালানো হয়। এ প্রযুক্তিতে রেলপথের ওপর  হাওয়ার বেগে ছুটে চলে ট্রেন।

জাপানের রেল পরিবহন কোম্পানি ‘জেআর সেন্ট্রাল’ রাজধানী টোকিও এবং মধ্যাঞ্চলীয় শহর নাগোয়ার মধ্যে  ২০২৭ সাল নাগাদ এ ট্রেন সার্ভিস চালু করতে চায়।

সার্ভিসটি চালু হলে ২৮ ০ কিলোমিটার দূরের এ দুটো শহরের মধ্যে যাতায়াত করতে সময় লাগবে মাত্র ৪০ মিনিট। বর্তমান সময়ের চেয়ে এ সময় হবে অর্ধেকেরও কম।