চকবাজারে বাসচাপায় ব্যবসায়ীর মৃত্যু, সড়ক অবরোধ

পুরান ঢাকার চকবাজারে বাসচাপায় এক বালু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2015, 03:54 AM
Updated : 21 April 2015, 06:58 AM

মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে চকবাজারের আলীঘাট এলাকায় গাবতলী-বাবুবাজার বেড়িবাঁধে বাসচাপায় ইট-বালু ব্যবসায়ী আরিফ হোসেনের মৃত্যু হয় (৬৪)।

এ ঘটনার পর থেকে প্রায় চার ঘণ্টা দুই থেকে তিনশ লোক বেড়িবাঁধে অবস্থান নিয়ে বিক্ষোভ করে বলে চকবাজার থানার ওসি আজিজুল হক জানান।

পরে ঊর্ধ্বতন কর্মকর্তারা গিয়ে বিক্ষুব্ধদের শান্ত করলে বেলা সাড়ে ১১টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

ওসি আজিজুল জানান, সকালে রাস্তা পার হওয়ার সময় গাবতলী থেকে ছেড়ে আসা জানজাবিল পরিবহনের একটি বাসের চাপায় আরিফের মৃত্যু হয়।

পরে ওই বাসে ভাংচুর চালান স্থানীয়রা। বাসটি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে।