ঢাবির মহসীন হলে ক্যান্টিনে খেয়ে অসুস্থ ২১ শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মহসীন হলের ক্যান্টিনের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন হলের ২১ জন শিক্ষার্থী।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2015, 06:53 PM
Updated : 20 April 2015, 06:53 PM

এদের মধ্যে পাঁচজন গুরুতর অসুস্থ হওয়ার তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।

সোমবার দুপুরে ক্যান্টিনে খাওয়ার পর থেকে অসুস্থতার লক্ষণ দেখা যায় বলে হলের শিক্ষার্থীরা জানিয়েছেন। 

রাতে শিক্ষার্থীদের চিকিৎসা দিতে যান বিশ্ববিদ্যালয় চিকিৎসার কেন্দ্রের দায়িত্বরত রাত্রিকালীন চিকিৎসক জে ইউ আহমেদ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পেটের পীড়ায় আক্রান্ত হয়েছে এই শিক্ষার্থীরা। পাঁচজনকে  মেডিকেল সেন্টারের ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

অসুস্থ শিক্ষার্থী গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র কামাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুপুরের ক্যান্টিনে খাওয়ার পর থেকেই পেটে ব্যথা শুরু হয়। এরপর শুরু হয় ডায়রিয়া। দুইবার বমিও হয়।”

এদিকে ক্যান্টিনের ব্যবস্থাপক আলমগীরকে রাতে মারধর করেছে হলের ছাত্ররা।

হলের আবাসিক শিক্ষক এ কে এম ইফতেখারুল ইসলাম বলেন, খাবারের নিম্নমানের কথা ছাত্ররা বলছে।

“তবে খাবারের কারণ না অন্য কোনো কারণে শিক্ষার্থীরা অসুস্থ হচ্ছে, তা আমরা খতিয়ে দেখার চেষ্টা করছি।”

হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আলী আক্কাস বলেন, হলের ক্যান্টিনের খাবারের মান নিম্নমানের হওয়ায় ক্যান্টিনের ব্যবস্থাপককে অনেকবার সতর্কও করা হয়েছিল।