আরো ১৩৬ বাংলাদেশি ফিরছে মঙ্গলবার

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন থেকে সরিয়ে জিবুতিতে নিয়ে বাকি বাংলাদেশিরা মঙ্গলবার রাতে দেশে ফিরবেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2015, 06:11 PM
Updated : 20 April 2015, 06:14 PM

মঙ্গলবার রাতে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে করে ১৩৬ জনকে ঢাকায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

জিবুতি থেকে বাংলাদেশিদের বহনকারী বিমানটি রাত ৮টার দিকে হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে বলে সাংবাদিকদের জানান তিনি।

শাহরিয়ার আলম বলেন, ইয়েমেনে প্রায় তিন হাজার বাংলাদেশি থাকার কথা বলা হলেও প্রকৃতপক্ষে তা ৭০০-৮০০ এর বেশি হবে না।

ফাইল ছবি

“এর মধ্যে দেশে ফিরতে নিবন্ধিত হয়েছেন ৫০৮ জন, যাদের মধ্যে দুদফায় ইতোমধ্যে ঢাকায় ফিরেছেন ৩৩৭ জন।”

এছাড়া কেউ দেশে ফেরত আসতে চাইলে তারা সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে যোগাযোগ করলে অবশ্যই তাদের ফেরত আনা হবে।

তবে কিছু বাংলাদেশি ইয়েমেনে কাজ থাকায় দেশে ফিরতে অস্বীকৃতি জানিয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

আল হুদাইদা থেকে বাংলাদেশিদের সর্বশেষ দলটিকে নিয়ে গত ১৫ এপ্রিল ভারতীয় যুদ্ধজাহাজ (আইএনএস) সুমিত্রা পরদিন জিবুতি পৌঁছায়।