সরকারের পছন্দের ব্যক্তি কাজ বেশি করতে পারে: আনিসুল

ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হলে বেশি কাজ করতে পারবেন বলে মনে করেন আনিসুল হক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2015, 03:45 PM
Updated : 20 April 2015, 04:04 PM

তিনি বলেছেন, “একটি সরকার ক্ষমতায় থাকলে পছন্দের মানুষ বেশি কাজ করতে পারে, আপনি আমি পছন্দ করি বা না করি, এটাই সত্য।”

ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে প্রার্থী হওয়ার মধ্য দিয়ে রাজনীতিতে পা রাখা ব্যবসায়ী আনিসুল হক সোমবার গুলশানের স্পেকট্রা কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানে সাংবাদিকদের একথা বলেন।

তিনি বলেন, “সাংবিধানিকভাবে সরকারের আরও তিন বছর ক্ষমতায় থাকার অধিকার আছে। এই দেশে আন্দোলন করে ৯০ এর পর কোনো সরকারকে হটানো গেছে?

“সুতরাং সেটাও যদি বলেন, আমি তো মনে করি এটা এক ধরনের অ্যাডভেন্টেজ।”

ক্ষমতাসীন দল সমর্থিত প্রার্থী হওয়ার পাশাপাশি মেয়র পদে নিজেকে যোগ্যই মনে করছেন এফবিসিসিআইয়ের সাবেক এই সভাপতি- “আনিসুল হকের রেকর্ড অত মলিন না।”

‘নাগরিক সমস্যা ও প্রত্যাশা’ শীর্ষক এই আলোচনা অনুষ্ঠানের পর তিনি ভোটারদের উদ্দেশে বলেন, “ভোটের দিন (২৮ এপ্রিল) আপনারা যার যত ক্যামেরা আছে, তা নিয়ে ভোটকেন্দ্রে যাবেন।”

সরকারবিরোধী আন্দোলন শিথিল করে সিটি নির্বাচনে আসা বিএনপি সিটি নির্বাচন স্বচ্ছ ও গ্রহণযোগ্য হবে না বলে সন্দেহ প্রকাশ করে কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা বসানোর দাবি জানিয়ে আসছে।