রাষ্ট্রপতির সঙ্গে স্পেনের দূতের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন স্পেনের রাষ্ট্রদূত লুইস তেয়াদা সাকোঁ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2015, 03:35 PM
Updated : 20 April 2015, 03:35 PM

সোমবার বিকালে স্পেনের দূত বঙ্গভবনে যান বলে জানিয়েছেন রাষ্ট্রতির প্রেস সচিব ইহসানুল করিম।

সাক্ষাতের সময় স্পেনের রাষ্ট্রদূত রাষ্ট্রপতিকে বলেন, তিনি ঢাকায় তার কর্মকাল উপভোগ করেছেন। তিনি আশা প্রকাশ করেন ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা আগামী দিনগুলোতেও শক্তিশালী থাকবে।

এ সময় আবদুল হামিদ বাংলাদেশ-স্পেনের দ্বিপাক্ষিক সম্পর্ক পারস্পরিক স্বার্থে অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন ।

বিদায়ী দূত সাক্ষাতের সময় রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের হাওর এলাকার মানুষের জীবন যাত্রা সম্পর্কে জানতে চান। রাষ্ট্রপতি এ সময় তাকে হাওর এলকার মানুষের জীবনযাত্রা সম্পর্কে ধারণা দেন।

বিদায়ী রাষ্ট্রদূত তার কর্মকালে সার্বিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান।

রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।