বিধিভঙ্গের অভিযোগ মনজুর আলমের পক্ষে

বিএনপি সমর্থিত প্রার্থীর সমর্থকদের পুলিশী হয়রানি ও রাস্তা বন্ধ করে সমাবেশ করায় নির্বাচনী আচরণ ভঙ্গের অভিযোগ করা হয়েছে মনজুর আলমের পক্ষে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2015, 03:34 PM
Updated : 20 April 2015, 03:34 PM

বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থী মনজুর আলমের পক্ষে চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের সদস্য সচিব অ্যাডভোকেট এসইউএম নুরুল ইসলাম রিটার্নিং কর্মকর্তা বরাবরে এ অভিযোগ করেন।

উন্নয়ন আন্দোলনের সদস্য সচিব স্বাক্ষরিত অভিযোগপত্রে বলা হয়, গত রোববার গভীর রাতে ডবলমুরিং থানা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের বাসায় তল্লাশি করে পুলিশ।

এছাড়া পাঠানটুলি ওয়ার্ড কাউন্সিলর নিয়াজ মোহাম্মদের বিরুদ্ধে কোনো মামলা না থাকা সত্ত্বেও পুলিশ বাসায় তল্লাশি চালায় এবং নির্বাচনী কাজে জড়িত না থাকার হুমকি দেয় বলে অভিযোগ করা হয়।

অপর একটি অভিযোগে বলা হয়, রোববার সাবেক বন ও পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ ওয়াসা মোড়ে রাস্তা বন্ধ করে সমাবেশ আয়োজন করে।

সমাবেশ থেকে ব্যাটারি রিকশা চলবে ঘোষণা দিয়ে মনজুর আলমের বিরুদ্ধে প্রচারণা চালান এবং সরকার দলীয় সমর্থিত প্রার্থীর পক্ষে ভোট চান।

একই অভিযোগে একে খান গেইটে বিদ্যুৎ অফিসের অভিযোগ কেন্দ্র দখল করে ক্যাম্প ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সরকারি গাড়ি ব্যবহার করে প্রচারণা চালানো হচ্ছে বলেও অভিযোগ করা হয় উন্নয়ন আন্দোলনের পক্ষ থেকে।