আমার পেশি শক্তি নেই, জনগণই ভরসা: মনজুর

চট্টগ্রামের বিএনপিসমর্থিত মেয়র প্রার্থী মনজুর আলমের দাবি করেছেন, তার পেশী শক্তির জোর নেই; নগরীর শান্তিপ্রিয় সাধারণ মানুষই তার মূল ভরসা।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2015, 01:50 PM
Updated : 20 April 2015, 01:50 PM

সোমবার নগরীর চামড়ার গুদাম এলাকায় এক পথসভায় এ মন্তব্য করেন মনজুর।

চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের এই প্রার্থী বলেন, “আমি নিরীহ লোক; আমার কোনো পেশী শক্তি নেই। আপনাদের মত নগরীর সহজ সরল শান্তিপ্রিয় সাধারণ মানুষই আমার শক্তি এবং ভরসা।”

তিনি নির্বাচিত হলে চট্টগ্রামকে ব্যবসা-বান্ধব এবং প্রকৃত বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তুলবেন বলে প্রতিশ্রুতি দেন।

গণসংযোগের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মনজুর বলেন, “আমি কথায় নয় কাজে বিশ্বাসী। গত সাড়ে চার বছরে নগরীতে কি করেছি না করেছি তা নগরবাসী ভালো করেই জানে। তারাই আমার কাজের মূল্যায়ন করছে। কোনো অপপ্রচারে মানুষ বিভ্রান্ত হবে না।”

সোমবার সকাল ১০টায় নগরীর জেল রোডে শাহ সুফী আমানত খান (র.) এর মাজার জিয়ারত করে দিনের প্রচারণা শুরু করেন মনজুর।

এরপর তিনি জেল রোড, বক্সিরহাট, টেরি বাজার, চাক্তাই-খাতুনগঞ্জ, নজু মিয়া লেন, মধ্যম চাক্তাই, রাজাখালি এবং পাথরঘাটা ওয়ার্ডে গণসংযোগ করেন।

চাক্তাই-খাতুনগঞ্জের ব্যবসায়ীদের উদ্দেশ্যে মজুর বলেন, গত সাড়ে চার বছরে সিটি করপোরেশনের পক্ষ থেকে ব্যবসায়ীদের প্রতি হয়রানিমূলক বা ক্ষতিকারক কোনো পদক্ষেপই গ্রহণ করিনি।

গণসংযোগের সময় মনজুরের সঙ্গে ছিলেন নগর বিএনপির সহ-সভাপতি সামশুল আলম, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গাজী শাহজাহান জুয়েল ও কোতোয়ালী থানা বিএনপির সভাপতি হারুন জামান।