চাঁপাইনবাবগঞ্জে বুনো হাতি গুলি করে হত্যা

সোমবার সকালে মাসুদপুর সীমান্ত দিয়ে ঢোকা হাতিটিকে তাড়াতে ব্যর্থ হয়ে গুলি করে হত্যা করা হয় বলে জানিয়েছে বিজিবি।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2015, 01:49 PM
Updated : 20 April 2015, 01:49 PM

চাঁপাইনবাবগঞ্জ-৯ বিজিবি ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর মিন্নাত জানান, সকাল ৭টার দিকে ভারত থেকে তিনটি বুনো হাতি পদ্মা নদী পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ে।

স্থানীয়রা তাড়া দিলে দুটি হাতি ভারতে চলে গেলেও একটি মনোহরপুর গ্রামে অবস্থান নিয়ে ধান ও আখ ক্ষেত মাড়িয়ে দেয়।

বিজিবি কর্মকর্তা বলেন, সোমবার বিকাল পর্যন্ত বিজিবি, পুলিশ, বনবিভাগ ও স্থানীয়রা হাতিটিকে ভারতে পাঠানোর চেষ্টা করে ব্যর্থ হয়।

পরে জেলা প্রশাসকের নির্দেশে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বেলা সাড়ে ৩টার দিকে মাসুদপুর সীমান্তের হঠাৎপাড়া গ্রামে বিজিবি ৩৫ রাউন্ড ও পুলিশ ১৯ রাউন্ড গুলি করলে হাতিটির মৃত্যু হয়।

হাতিটি ওখানেই মাটিতে পুঁতে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।