দেশে ফিরেছেন স্পিকার

দুটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়ে ১১ দিনের সফর শেষে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2015, 01:01 PM
Updated : 20 April 2015, 01:01 PM

গত ১০ এপ্রিল স্পিকার যুক্তরাষ্ট্রে যান। সেথান থেকে জার্মানি যান তিনি।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার বিকালে জার্মানি থেকে দেশে ফেরেন শিরীন শারমিন।

বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আয়োজনে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে গত ১২-১৩ এপ্রিল ‘গ্লোবাল পার্লামেন্টারি কনফারেন্স’ এ অংশ নেন শিরীন শারমিন।

পরে ১৬-১৭ এপ্রিল ইউরোপিয়ান পার্লামেন্টারি ফোরাম অন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ইপিএফ) আয়োজিত একটি সম্মেলনে দিতে বার্লিন যান তিনি।

যুক্তরাষ্ট্র সফরের সময় প্রধান হুইপ আ স ম ফিরোজ, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সানজিদা খানম স্পিকারের সফরসঙ্গী হিসেবে ছিলেন। সংসদ সচিবালয়ের তিন কর্মকর্তাও ছিলেন তার সঙ্গে।