বাংলাদেশে কারাভোগ ভারতীয় নাগরিকের

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে সাজা ভোগের পর এক ভারতীয় নাগরিককে দর্শনা সীমান্ত দিয়ে দেশে ফেরত পাঠানো হয়েছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2015, 12:36 PM
Updated : 20 April 2015, 12:36 PM

বিজিবি জানায়, সোমবার দুপুরে দর্শনার জয়নগর সীমান্তে এক পতাকা বৈঠকের মাধ্যমে আব্দুল আনসারি (৪০) নামের ওই ব্যক্তিকে বিএসএফের হাতে তুলে দেওয়া হয়।

আব্দুল আনসারি ভারতের মালদহ জেলার গাজল থানার পানডোয়া গ্রামের মৃত হাবলু আনসারির ছেলে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের দর্শনা ক্যাম্পের কমান্ডার সুবেদার রবিউল আলম জানান, আব্দুল আনসারি ২০১৩ সালের ৩ ফেব্রুয়ারি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিতলমারি এলাকা দিয়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ঢোকেন।

ওই সময় বিজিবির হাতে ধরা পড়লে তার বিরুদ্ধে মামলা দিয়ে থানায় সোপর্দ করা হয়।

পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে দর্শনা বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার রবিউল আলম ও দর্শনা ইমিগ্রেশন কর্মকর্তা শাহবুল হক এবং ভারতের পক্ষে বিএসএফ গেদে ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক জেসি পাণ্ডা, ইমিগ্রেশন কর্মকর্তা বিজেন রায় ও এসআই জীবন শর্মা অংশ নেন।