মাগুরায় উপনির্বাচন ৩০ মে

ক্ষমতাসীন দলের সাংসদ এম এস সিরাজুল আকবরের মৃত্যুতে শূন্য হওয়া মাগুরা-১ আসনের নতুন জনপ্রতিনিধি বেছে নিতে আগামী ৩০ মে ভোট হবে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2015, 11:40 AM
Updated : 20 April 2015, 12:02 PM

নির্বাচন কমিশনের সচিব মো. সিরাজুল ইসলাম সোমবার এ উপ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের সভাপতিত্বে কমিশনের বৈঠকে ভোটের দিনক্ষণ চূড়ান্ত করা হয়।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ এপ্রিল, বাছাই ৪ মে এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ১২ মে।

এ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান সিরাজুল আকবর গত ৯ মার্চ মারা যান। নির্বাচনী আইনে আসন শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে ভোট আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে।

১৯৪৪ সালে মাগুরায় জন্ম নেওয়া আকবর শিশু চিকিৎসক ছিলেন। তিনি ১৯৭৮ সালে ঢাকা শিশু হাসপাতালের পরিচালক ছিলেন। পরে বাংলাদেশ ইনস্টিটিউট অব চাইল্ড হেলথের অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করেন।

১৯৯৬ সালে তিনি আওয়ামী লীগের টিকেটে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০১ সালেও নির্বাচিত হয়ে সংসদে মাগুরা-১ আসনের প্রতিনিধিত্ব করেন।