হবিগঞ্জে জমির বিরোধে সংঘর্ষ, যুবক নিহত

হবিগঞ্জের বানিয়াচঙ্গ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন, আহত হন অন্তত অর্ধশত নারী-পুরুষ।

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2015, 11:21 AM
Updated : 20 April 2015, 11:21 AM

সোমবার সকোলে মন্দরী ইউনিয়নের কাউড়িয়াকান্দি গ্রামে ওই সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে ১০ জনকে আটক করেছে পুলিশ।

বানিয়াচং থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী জানান, স্থানীয় আসকির মিয়া চৌধুরী ও তাইদুল ইসলাম চৌধুরীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।  

নিহত সৈয়দ মিয়া (২৫) নামের ওই যুবক আসকির মিয়ার সমর্থক ছিলেন।

সংঘর্ষের সময় ধারালো অস্ত্রের আঘাতে (টোটাবিদ্ধ) আহত ৩০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি নির্মলেন্দু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসকির মিয়া ও তাইদুলের জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছে। এর জেরে সকাল ১০টার দিকে তাদের সমর্থকরা দেশি অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।

“প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে ঘটনাস্থলেই টেটার আঘাতে সৈয়দ মিয়া নিহত হন এবং অন্তত অর্ধশত নারী ও পুরুষ আহত হন।”

পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।

সংঘর্ষকারী দুই পক্ষের প্রধান আসকির ও তাইদুলকে পুলিশ খুঁজছে বলে জানিয়েছেন ওসি।