রাজশাহীতে জমি নিয়ে বিরোধে কৃষক খুন

রাজশাহীর বাগমারা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষককে প্রতিপক্ষ কুপিয়ে হত্যা করেছে।  

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2015, 11:11 AM
Updated : 20 April 2015, 11:11 AM

সোমবার সকালে কোনাবাড়িয়া গ্রামে এ হামলায় নিহত আতাবর রহমান (৪২) ওই গ্রামেরই বাসিন্দা।

বাঘমারা থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক জানান, ঘটনার পর নিহতের চাচাত ভাই হানিফ হোসেন (৩৫) পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

তবে পরে পুলিশ পিছু নিয়ে নাটোরের নলডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বলে জানান তিনি।

পুলিশ পরিদর্শক রাজ্জাক বলেন, নিহত রহমানের সঙ্গে তার চাচাত ভাই হানিফের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। সকালে এ নিয়ে তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়।

এ সময় হানিফ কুড়াল দিয়ে আব্দুর রহমানের ঘাড়ের ডান পাশে কোপ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।