রাজশাহীতে কালের কণ্ঠ সম্পাদকের বিরুদ্ধে মামলা

দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলনসহ তিনজনের বিরুদ্ধে মানহানির মামলায় সমন জারি করেছে রাজশাহীর একটি আদালতে।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2015, 03:08 PM
Updated : 19 April 2015, 03:08 PM

রোববার মুখ্য মহানগর হাকিম আদালতে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের দায়ের করা মামলায় এ আদেশ দেওয়া হয়।   

মামলায় অপর দুই আসামি হলেন পত্রিকাটির রাজশাহীর নিজস্ব প্রতিবেদক রফিকুল ইসলাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রোকন রাকিব।

বাদীর আইনজীবী ঈমাম হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, শুনানি শেষে বিচারক মোর্শেদা আসগর আসামিদের ১ জুনের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৭ এপ্রিল দৈনিক কালের কণ্ঠে ‘আওয়ামী লীগ নেতার হাতে লাঞ্ছিত উপাচার্য’ শিরোনামে প্রথম পৃষ্ঠার ২ এর কলামে এবং ৮নং পৃষ্ঠার ১ নম্বর কলামে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

ওই সংবাদে আওয়ামী লীগ নেতা ডাবলু সরকারকে সমাজে হেয় প্রতিপন্ন করতেই পত্রিকায় এই ধরনের মনগড়া সংবাদ প্রকাশ করা হয়েছে।

এ সংবাদ প্রকাশ হওয়ায় তার মক্কেল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের সম্মানহানি হয়েছে।

তাই এর সুষ্ঠু বিচারের দাবিতে এ মামলা দায়ের করা হয়েছে বলে জানান আইনজীবী ঈমাম।