খেলা দেখতে মাঠে প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে এক দিনের সিরিজের দ্বিতীয় খেলা দেখতে মাঠে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2015, 02:44 PM
Updated : 19 April 2015, 03:16 PM

তিন দিনের সিরিজের প্রথম ম্যাটে বাংলাদেশ জয়লাভ করায় দ্বিতীয় ম্যাটি জিতলেই সিরিজ জয় করবে স্বাগতিকরা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রধানমন্ত্রী রাত ৮টার দিকে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পৌছান।”

খেলার সরাসরি সম্প্রচারে টেলিভিশনেও শেখ হাসিনাকে কয়েকবার দেখানো হয়েছে। স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে তার উপস্থিতির খবরও জানানো হয়। 

প্রধানমন্ত্রীর পাশে দেখা যায় ছোট বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও তার স্ত্রী পেপপি সিদ্দিককে।

বিসিবি সভাপতি নাজমুল হাসান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি জাহিদ আহসান, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ও প্রধানমন্ত্রীর পাশে রয়েছে।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলও রয়েছেন সেখানে।