বাঁশখালী উপজেলা চেয়ারম্যান বরখাস্ত

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2015, 01:56 PM
Updated : 19 April 2015, 01:59 PM

রোববার মন্ত্রণালয় থেকে এই বহিষ্কারাদেশ এসেছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রাসেলুল কাদের।

তিনি বলেন, ২০১৩ সালের একটি মামলায় বাঁশখালী উপজেলা জামায়াত ইসলামীর আমির জহিরুল ইসলামের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

এ প্রেক্ষিতে ১৯৯৮ সালের উপজেলা পরিষদ আইনের ১৩ (খ) এর ১ ধারায় তাকে সাময়িক বরখাস্ত করা হয় বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

২০১৩ সালের ২৮ জানুয়ারি বাঁশখালী উপজেলার চাম্বল বাজারে যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে টানানো ব্যানার নামিয়ে ফেলায় পুলিশ সদস্যদের সঙ্গে জামায়াত-শিবিরকর্মীদের সংঘর্ষ হয়।

পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় পুলিশের করা মামলায় জহিরুলসহ অনেককেই আসামি করা হয়।