উল্টোপথের ট্রেন থামানোয় পুরস্কৃত আনোয়ার

রাজবাড়ীতে উল্টোপথে চলমান টেন থামিয়ে পুরস্কৃত হয়েছেন ভ্রাম্যমাণ টিকেট পরীক্ষক (টিটিই) আনোয়ার হোসেন।

রাজবাড়ী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2015, 12:27 PM
Updated : 19 April 2015, 12:28 PM

রোববার বিকালে রাজাড়ীর জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম খান তার কার্যালয়ে পুরস্কারের অর্থ আনোয়ার হোসেনের হাতে তুলে দেন।

জেলা প্রশাসক জানান, ফ্রান্স প্রবাসী রাজবাড়ীর সন্তান আশরাফুল ইসলাম পুরস্কারের ২৫ হাজার টাকা প্রদান করেন।

আশরাফুল ইসলাম বঙ্গবন্ধু পরিষদের ফ্রান্স শাখার মহাসচিব এবং মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের ভাইস প্রেসিডেন্ট।

ফ্রান্স থেকে তিনি পুরস্কারের টাকা জেলা প্রশাসকের কাছে পাঠান বলে জানান জেলা প্রশাসক।

গত ১২ এপ্রিল সকালে রাজবাড়ী থেকে ফরিদপুরগামী একটি ট্রেন ফরিদপুর না গিয়ে চালক ও গার্ড ছাড়াই পেছন দিকে চলে চারটি স্টেশন পার হয়ে ২৬ কিলোমিটার অতিক্রম করে।

ওই সময় আনোয়ার হোসেন গ্যাস পাইপ কেটে ট্রেনটি দাঁড় করান। ট্রেনটি থামানো না গেলে বড় ধরনের দুর্ঘটনার আশংকা ছিল।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুজ্জামান কবীর, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা রাজবাড়ীর উপ-পরিচালক মোহম্মদ জিল্লুর রহমানসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।