নওগাঁয় কর্মস্থলে অনুপস্থিত ৯ চিকিৎসকের বেতন বন্ধ

নিদের্শ অমান্য, দায়িত্বে পালনে অবহেলা ও কর্মস্থলে অনুপস্থিতির জন্য নওগাঁর মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নয় চিকিৎসকের বেতন বন্ধ করে দেওয়া হয়েছে।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 April 2015, 03:14 PM
Updated : 18 April 2015, 03:35 PM

শনিবার দুপুরে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদশর্ন শেষে এই নির্দেশ দেন নওগাঁর সিভিল সার্জন ডা. এ কে এম মোজাহার হোসেন।

একইসঙ্গে প্রত্যেককে আগামী তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন তিনি।

অভিযুক্ত চিকিৎসকরা হলেন- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক আ ম আখতারুজ্জামান,  দেবাশীষ বিশ্বাস, ওয়াসেক ফয়সাল, তৌহিদুর রহমান, সিনাই ইশিকা, জেসমিন নাহার, মাসুদ রানা, মিজানুর রহমান ও বাপ্পী কুমার বিশ্বাস।

সিভিল সার্জন এ কে এম মোজাহার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২/৩ মাস ধরে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের কর্মস্থলে অনুপস্থিতি, দায়িত্ব পালনে অবহেলা ও কর্তৃপক্ষের নিদের্শ অমান্যসহ বিভিন্ন অনিয়ম দেখা যাচ্ছিল। এবিষয়ে আগেও তাদের কারণ দর্শাতে বলা হলেও তারা জবাব দেননি।

তিনি বলেন, শনিবারও একই ঘটনা ঘটায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। একইসঙ্গে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে এ বিষয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে।