নেত্রকোণায়  ভুয়া ডিগ্রি পরীক্ষার্থীর কারাদণ্ড

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার একটি কেন্দ্র থেকে এক ভুয়া ডিগ্রি পরীক্ষার্থীকে আটক করে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 April 2015, 01:12 PM
Updated : 18 April 2015, 01:12 PM

শনিবার পরীক্ষা শুরুর দিন কেন্দুয়া জয়হরিস্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। পরে বেলা আড়াইটার দিকে নির্বাহী হাকিম নিকারুজ্জামানের আদালত তাকে দণ্ড দেয়।

দণ্ডিত রায়হানুজ্জামান রবিন কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার শাহবাগ গ্রামের আরিফুল ইসলামের ছেলে।

কেন্দুয়া থানার ওসি অভি রঞ্জন দেব জানান, শনিবার ইংরেজি প্রথমপত্র পরীক্ষা চলছিল। কেন্দুয়া ডিগ্রি কলেজের ফয়ছাল জামান নামে এক পরীক্ষার্থীর হয়ে পরীক্ষা দিচ্ছিলেন রবিন। বিষয়টি পরীক্ষকদের কাছে ধরা পড়লে তাকে  আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের কারাদণ্ড দেয়।

কেন্দ্র সচিব উত্তম কুমার কর জানান, প্রথম দিনের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ফয়ছাল জামানসহ নয় পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।