হাজি সেলিমকে সঙ্গে নিয়ে খোকনের প্রচার

মেয়র পদে প্রার্থী হতে চেয়েও দলীয় সিদ্ধান্তে সরে আসা হাজি মোহাম্মদ সেলিম ভোট চেয়েছেন সাঈদ খোকনের পক্ষে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 April 2015, 01:02 PM
Updated : 18 April 2015, 01:02 PM

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাঈদ খোকনের সঙ্গে শনিবার হাজারীবাগ ও কামরাঙ্গীরচরে ইলিশ প্রতীকে ভোট চাইতে নামেন হাজি সেলিম।

স্বতন্ত্র সংসদ সদস্য হাজি সেলিমের নির্বাচনী এলাকায় দিনভর প্রচার চালান সাঈদ খোকন।

হাজী সেলিম সাংবাদিকদের বলেন, “আমি সাঈদের সঙ্গে আছি, থাকব।”

কামরাঙ্গীরচরবাসীকে খোকন বলেন, “আমি আপনাদের প্রত্যাশা পূরণ করব। আপনাদের সুখে-দুঃখে থাকব।”

প্রতিদ্বন্দ্বী প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের নেতা খোকন বলেন, “কিছু একটা বলতে হবে, তাই উনি বলেছেন।”

সাঈদ খোকনের জনসংযোগে আরও ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ।

ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজি সেলিম ২৮ এপ্রিল অনুষ্ঠেয় নির্বাচনে অংশ নিতে মনোয়নপত্রও কিনেছিলেন। কিন্তু দল সাঈদ খোকনের পক্ষে সায় দেওয়ায় পিছু হটেন তিনি। 

মনোনয়নপত্র জমা দেওয়ার পরদিন সাঈদ খোকন হাজি সেলিমের বাসায় যান। সেদিন দুজনে একসঙ্গে নামাজও পড়েছিলেন।