মুজিবনগর দিবসে নিউ ইয়র্কে কর্মসূচি

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে কর্মসূচি পালন করেছে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 April 2015, 11:39 AM
Updated : 18 April 2015, 11:39 AM

মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে শুক্রবার দিবসটি উপলক্ষে আলোচনা সভা হয়। মিশনের কর্মকর্তা ও কর্মচারীরা এতে অংশ নেন।

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সব শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দেওয়া বাণী পাঠ করে শোনানো হয়।

আলোচনায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি  এ কে আব্দুল মোমেন বলেন, “ঐতিহাসিক ১৭ এপ্রিল আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের প্রথম বৈধ  সরকার প্রতিষ্ঠিত হয়।এর ফলে এই সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দিক নির্দেশনা অনুযায়ী মুক্তিযুদ্ধ পরিচালনা করতে সমর্থ হয়।”

মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক, সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে কাজ করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।