লক্ষ্মীপুরে পুলিশ-সন্ত্রাসী গোলাগুলির পর আগ্নেয়াস্ত্র উদ্ধার

লক্ষ্মীপুর সদর উপজেলায় সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলির পর বেশকিছু আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।

লক্ষ্মীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 April 2015, 11:16 AM
Updated : 18 April 2015, 11:16 AM

জেলা পুলিশের এএসপি (হেড কোয়ার্টার) জুনায়েদ কাউছার জানান, শনিবার ভোররাতের দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন বশিকপুর ইউনিয়নের বড়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

তবে সেখান থেকে কাউকে আটক করা যায়নি।

গোলাগুলির পর ঘটনাস্থল থেকে বিভিন্ন ধরনের তিনটি বন্দুক ও ছয় রাউন্ড কার্তুজ পাওয়া যায়। এ সময় গুলিবিদ্ধ এক সন্ত্রাসী পালিয়ে যায় বলে জানান তিনি।

এএসপি জুনায়েদ বলেন, বড়ালিয়া গ্রামের রাজ কামাল খান নামে এক ব্যবসায়ীর পরিত্যক্ত বাড়িতে একদল সন্ত্রাসী অবস্থান করছে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। উপস্থিতি টের পেয়ে তারা পুলিশের উপর গুলি চালালে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে।

উভয়পক্ষের মধ্যে গোলাগুলির এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।