পুলিশের ধাওয়ায় পুকুরে পড়ে যুবকের মৃত্যু

গোপালগঞ্জের কোটালীপাড়ায় পুলিশের কাছ থেকে ছুটে পালানোর সময় গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পুকুরে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 April 2015, 11:05 AM
Updated : 18 April 2015, 11:05 AM

শনিবার সকাল ১১টার দিকে উপজেলার বর্ষাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে কোটালীপাড়া থানার ওসি মো. আব্দুল লতিফ জানিয়েছেন।

নিহত জুয়েল ফকির (৩২) উপজেলার বর্ষাপাড়া গ্রামের তৈয়াব আলী ফকিরের ছেলে।

তবে স্থানীয়দের অভিযোগ পুলিশের মারধরে তার মৃত্যু হয়েছে।

কোটালীপাড়া থানার এসআই মো. ছায়েম সুজন জানান, পুলিশ বর্ষপাড়া গ্রামের জুয়ার আসরে হানা দিলে জুয়াড়িরা বিভিন্ন দিকে ছোটাছুটি করে পালিয়ে যায়। এরপর জুয়েলকে একটি পুকুর পাড়ে সমস্ত শরীর ভেজা অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বর্ষাপাড়া সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মামুন উর রশিদ সিকদার বলেন, “জুয়েল তাসের আসরের পাশে দাঁড়িয়ে খেলা দেখছিল। এ সময় পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে ধরে মারধর করে।

মারধরের এক পর্যায়ে ছুটে পালানোর জন্য দৌড় দিলে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পুকুরের পানিতে পড়ে তার মৃত্যু হয়।”

মারধরের কথা অস্বীকার করে কোটালীপাড়া থানার ওসি আব্দুল লতিফ বলেন, “পুলিশের পিটুনিতে মারা গেলে তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যেত। কিন্তু তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।”

লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ময়নাতদন্ত প্রতিবেদনে মারধরের সত্যতা পাওয়া গেলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।