দুই বাসের মধ্যে চিঁড়েচ্যাপ্টা প্রাইভেটকার, নিহত ৭

ঢাকার ধামরাইয়ে দুটি বাসের মধ্যে পড়ে দুমড়ে-মুচড়ে যাওয়া একটি প্রাইভেটকারের সাত আরোহী নিহত হয়েছেন।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 April 2015, 10:01 AM
Updated : 18 April 2015, 03:15 PM

শনিবার দুপুরে বাথুলী এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে ধামরাই থানার ওসি ফিরোজ তালুকদার জানিয়েছেন।

প্রাইভেটকারটি নিয়ে শেখ মনোয়ার হোসেন নামে এক ব্যক্তি মানিকগঞ্জের আটিগ্রাম এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

নিহতদের পরিচয় পাওয়া যায়নি। এর মধ্যে একটি শিশু রয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন, যার মধ্যে বাসের আরোহীও রয়েছে।

ধামরাই থানার ওসি ফিরোজ তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা আড়াইটার দিকে বাথুলী এলাকায় ঢাকাগামী পদ্মা লিংক পরিবহন এবং মানিকগঞ্জগামী সোহাগ পরিবহনের বাসের মাঝে পড়ে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়।

এক শিশুসহ প্রাইভেটকারের ছয়যাত্রী ঘটনাস্থলেই মারা যান।

আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়। এদের মধ্যে মানিকগঞ্জ সদর হাসপাতালে মারা যান প্রাইভেটকারের আরও এক আরোহী।

সাতজনের মৃত্যুর খবর নিশ্চিত করে ওসি বলেন, আহত কয়েকজনের অবস্থাও গুরুতর।

এ দুর্ঘটনার কারণে প্রায় আধা ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সরানোর পর সড়কে যান চলাচল পুনরায় শুরু হয়।