দুই জেলায় দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু

বগুড়া ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় চার নারীসহ ছয়জন নিহত হয়েছেন। এদর মধ্যে বগুড়ায় মারা গেছেন স্বামী-স্ত্রী।

সিরাজগঞ্জ প্রতিনিধিবগুড়া ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 April 2015, 06:31 AM
Updated : 18 April 2015, 07:09 AM

বগুড়ার ধুনট থানার ওসি জিয়াউর রহমান জানান, শনিবার সকাল ৯টার দিকে উপজেলার সোনাহাটা তিনমাথায় ইট বোঝাই ট্রাকের সঙ্গে মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হটিয়ারপাড়া গ্রামের মো. মমতাজ উদ্দিন (৪৫) ও তার স্ত্রী শেফালী খাতুন (৩৫) নিহত হন।

দুর্ঘটনায় আহত শেফালীর ভাই ওবায়দুরকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রায় একই সময় বগুড়া শহরের খান্দার এলাকায় বাসচাপায় ওমর ফারুক (২০) নামে এক মটরসাইকেল আরোহী নিহত হন।

বগুড়া সদর থানার ওসি আবুল বাশার বলেন, কৈগাড়ী পূর্বপাড়ার মো. লিটনের ছেলে ওমর বোনকে স্কুলে দিয়ে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।

“যাত্রীবাহী একটি বাসকে পাশ কাটিয়ে যাওয়ার সময় একটি রিকশার সঙ্গে ধাক্কা লেগে ওমর রাস্তায় পড়ে গেলে বাসটি তার ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান।”

এর আগে শুক্রবার রাত আড়াইটার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের কামারখন্দ উপজেলার বানিয়াগাতিতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে তিন নারী নিহত এবং ১৫ জন আহত হন।

নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি কুড়িগ্রামের চিলামারী উপজেলার পাথরঘাটা গ্রামের বেলাল হোসেনের স্ত্রী চায়না খাতুন (২০)।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি হেলাল উদ্দিন জানান, নীলফামারী থেকে ঢাকাগামী অনিক পরিবহনের বাসের সঙ্গে বিপরীতমুখী ট্রাকটির সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

আহতদের মধ্যে গুরুতর সাত জনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তির পর সেখানে চায়না খাতুন মারা যান।

আহত অন্যদের সিরাজগঞ্জের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি হেলাল।