জাফরউল্লাহর পথসভায় গুলি, ওসিসহ আহত ৭

ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহর একটি পথসভায় গুলিতে পুলিশের ওসিসহ সাতজন আহত হয়েছেন। জাফরউল্লাহ অক্ষত আছেন বলে পুলিশ জানিয়েছে।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 April 2015, 05:06 AM
Updated : 18 April 2015, 07:42 AM

শনিবার সকালে ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে ফরিদপুরের এনডিসি (নেজারত ডেপুটি কালেক্টর) রোবায়েত হায়াত শিপলু জানিয়েছেন।

তিনি বলেন, সকাল সাড়ে ৮টার দিকে কাউলিবেড়া গ্রামে আওয়ামী লীগ নেতা কাজী জাফরউল্লাহ পথসভা করছিলেন। এক পর্যায়ে সেখানে গুলিবর্ষণের ঘটনা ঘটে।

ভাঙ্গা থানার ওসি নাজমুল ইসলামসহ সাতজন গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ অন্য ছয়জন আওয়ামী লীগ কর্মী।

তারা হলেন- সাহেব আলী, ইছারত আকন্দ, জমির মাতব্বর, ফরহাদ মাতব্বর, শাজাহান ও ইমারত আকন্দ।

কাঁধে গুলিবিদ্ধ ওসি নাজমুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

বাকি ছয়জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে এনডিসি শিপলু জানিয়েছেন।

হাসপাতালে ওসি নাজমুল সাংবাদিকদের বলেন, “পথসভা চলাকালে ফরিদপুর জেলা আওয়ামী লীগ নেতা দীপক মজুমদারের দেহরক্ষীর শটগান থেকে অসাবধানতাবশত গুলি বেরিয়ে এ ঘটনা ঘটেছে।”